করোনায় মারা যাওয়া নারীর গোসল করালেন ইউএনও খালেদা খাতুন রেখা

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি,শনিবার, ১০ জুলাই ২০২১ :এ সংবাদটি নাড়া দেয় উপজেলা নির্বাহী অফিসারকে। শুক্রবার রাত ১০টার দিকে মরদেহের গোসল করাতে উদ্যোগী হন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। আগে কখনো মরদেহ গোসলের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে শিখে নিয়েছেন নিয়মনীতি। তারপর ওই নারীর মরদেহ গোসল করান। তাকে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী মাহাফুজা মিলি এবং শামীমা আক্তার।
গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরে ধর্মীয় রীতি অনুযায়ী গোসল করানো হয় এবং কাপনের কাপড় পরানো হয়। রাত ১২টার দিকে কাউখালী উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার করোনায় মৃত নারীর মরদেহ গোসল করানো সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তাদের স্ট্যাটাসে লিখেছেন, ‘মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। গর্ব করার মতো কাজ করে চলেছেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সর্বস্তরের মানুষ।
গত ২৪ ঘণ্টায় পিরোজপুর জেলায় ১৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ৪০ জন করোনা পজিটিভ। আর গত ২৪ ঘন্টায় পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। এর মধ্যে কাউখালী উপজেলায় ২ জন, সদর উপজেলায় একজন, ভান্ডারিয়া  উপজেলায় একজন এবং নেছারাবাদ উপজেলায় একজন।

এদিকে সারাদেশে করোনাভাইরাসে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে সীমান্ত জেলাগুলোতে। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। 
সবশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় ১৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একদিনে সবচেয়ে বেশি ২১ জন করোনায় মারা গেছে কুষ্টিয়াতে। এরপরই রয়েছে ঢাকার বিভাগের ফরিদপুরে ১৯ জন।