ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ০১ জুন ২০২১ : ধর্ষণের ধারণকৃত ভিডিও দিয়ে সহকর্মীকে টানা ব্লাকমেইলিংয়ের ঘটনার সংবাদ একুশে টিভিতে প্রচারিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মামলার আসামী টিকটক সজিবকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
সোমবার নোয়াখালী থেকে আসামীকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের, উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন। এবিষেয়ে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, নোয়াখালী থেকে পলাতক অবস্থায় অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মামলা দায়েরের পর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, একই অফিসে কাজের সুযোগে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় অভিযুক্তের। সুযোগ বুঝে তাকে ধর্ষণ করেন, একইসঙ্গে মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে। এরপর থেকেই লাগাতার ব্ল্যাকমেইলিং করে নিয়মিত ধর্ষণ করেন ওই নারীকে। শুধু তাই নয়, মাসের পর মাস ধর্ষণের পাশাপাশি জোর করে নগদ অর্থ আদায় করেন অভিযুক্ত। এছাড়াও ফেসবুকে ফেইক আইডি খুলেও হেনস্তা করা হয় ওই নারীকে।
ঘটনার বিবরণে জানা যায়, কাজের কথা বলে ফুসলিয়ে সহকর্মী নারীকে নিজের বাসায় নেন অভিযুক্ত সজিব। এরপরে করেন ধর্ষণ ও ভিডিও ধারণ। প্রথমবার ধর্ষণের পর এই ভিডিওটি পাঠানো হয় ওই নারীর কাছে। আর এই দিয়েই শুরু ব্ল্যাকমেইলিং; মাসের পর মাস ধরে করে ধর্ষণ; আর নতুন নতুন ভিডিও ধারণ, তারপর চাপ দিয়ে নগদ টাকা আদায় করা ছিলো কৌশল।
সূত্র জানায়, যেই বাসায় নিয়ে প্রথম ধর্ষণ করা হয় সেই বাসার এক নারীও সেদিন ধর্ষণে সহায়তা করে। প্রথমে এড়িয়ে গেলেও পরে সেদিনের কিছু তথ্য দেয় ওই নারী।
অভিযুক্ত ওই নারী জানান, সজিবের ভয়ে শহর থেকে গ্রামে পালিয়ে বাঁচতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও হানা দেয় সে। একপর্যায়ে পরিবারকে জানিয়ে সজিবের বিরুদ্ধে মামলা করলেও থামেনি তার অপকর্ম। ফেসবুকে ফেক আইডি খুলে তাকে হেনস্তা করা হয়।
কারো ব্যাপারে ভালোভাবে না জেনে বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা পরিহারের পরামর্শ দেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের, উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন। তিনি বলেন, সর্ম্পকের ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে আমাদের। কারো ব্যাপারে পূর্ণাঙ্গ ধারনা না নিয়ে আমাদের উচিত হবে না কারো সঙ্গে বন্ধুত্ব করা।
করোনাকালে সামাজিক অপরাধ বেড়ে যাওয়ার কারণ জানতে গবেষণার প্রতি তাগিদ দেন পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দিপু সিকদারের করা, টিকটিক সজীবের ব্ল্যাকমেইলিং এর অনুসন্ধানী প্রতিবেদনটি রোববার প্রচার করে একুশে টেলিভিশন। এরপরেই দ্রুদতার সঙ্গে ব্যবস্থা নেয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।