ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, রোববার, ৩০ মে ২০২১ : ভারতে ধর্ষণের শিকার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। একই সাথে গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৫ জনকে নেয়া হয়েছে পুলিশ হেফাজতে। ঢাকার তেজগাঁওয়ের ডিসি জানান, টিকটক রিদয়সহ আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য। চাকরির কথা বলে তরুণীদের ভারতে পাঠিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করতো তারা।
বাংলাদেশি নারী ভারতে পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় মূল হোতা মগবাজারের বাসিন্দা রিদয় বাবু। টিকটকে প্রায় ৭১ হাজার ফলোয়ার; সাথে কয়েক সেকেন্ডের ভিডিওগুলোতে লাখ লাখ লাইক।
কথিত এমন জনপ্রিয়তা কাজে লাগিয়ে রিদয় ফাঁদে ফেলে তরুণীদের। সম্প্রতি টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে, তরুণ তরুণদের ফেইসবুকে যুক্ত করে রিদয়সহ বাকি আসামীরা। পরে ঢাকার পাশের একটি জেলায় রিসোর্টে পুল পার্টিতে অংশ নেয়, ৭শ থেকে ৮শ তরুণ তরুণী। সেখানে কিছু তরুণীকে ভারতের চাকরির অফার দিয়ে পাচার করতো তারা।
এই চক্রের মূল আস্তানা ভারতের ব্যাঙ্গালুরুর আনন্দপুরে। মূলত পতিতাবৃত্তি করাতেই বিভিন্ন বয়সের নারীকে ভারতে পাচার করা হয়।
এদিকে পাশবিক নির্যাতনের শিকার বাংলাদেশি নারীকে ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। আর করোনার কারণে আটক ছয়জনকে আদালতে নেয়ার আগে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।