আড়াইহাজারে বিএনপি নেতাসহ আটক ৩

SHARE

azad-5a7807a9838b5ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আড়াইহাজার প্রতিনিধি,০৫ ফেব্রুয়ারি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক অপর দু’জন হলেন— উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান।

পুলিশ বলছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে দলীয় নেতৃত্ব বলছে, সিলেটের পথে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে অবস্থানকালে আজাদসহ তিন নেতাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান আজাদসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে তাদেরআটক করা হয়েছে।

প্রসঙ্গত, আজাদসহ আটক তিনজনই আড়াইহাজারে যুবলীগ নেতা আমজাদ হত্যা মামলার আসামি। তারা বর্তমানে জামিনে রয়েছেন।