ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ ডিসেম্বর : কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী ( পাচঁ আনি) গ্রামের মৃত মফিজ বেপারীর পুত্র পুত্র মোঃ মহসীন বেপারী (৪২) ইট বিক্রয়ের নামে একই গ্রামের মোঃ আলাউদ্দিন মুন্সীর কাছ থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার টাকার ইট বিক্রয় ও ক্যাশ ১৪ লক্ষ বিশ হাজার টাকা গ্রহন করে। মোঃ মহসীন বেপারী একই গ্রামের হওয়ায় সরল বিশ্বাসের মোঃ আলাউদ্দিন মুন্সী এতগুলি টাকা ব্যবসা করার উদ্দেশে দেয়। কিন্তু মোঃ মহসীন সরল বিশ্বাসকে পুজি করে, টাকাগুলি আত্মসাৎ করে ও মোঃ আলাউদ্দিন মুন্সীকে জানে মেরে ফেলার হুমকি দেয়। মোঃ মহসীন বেপারী দাউদকান্দি উপজেলার টপ মাস্তান। তাহার গ্রুপের সন্ত্রাসীরা এলাকায় নানা প্রকার সন্ত্রাসীতে জড়িত। তার পক্ষ হয়ে সাংবাদিক মোঃ হাবিব বলেন, টাকাতো নিয়েছে তাহার খালু আবু মিয়া,গ্রাম-নয়ানগর,উপজেলা-দাউদকান্দি,জেলা-কুমিল্লা। আপনারা তাহার খালুর কথা লিখেন। এই টাকা নিয়ে কোর্টে মামলা হয়েছে সে কথা লিখুন। মহসীন ও তাহার খালু আবু মিয়া ইটের ভাটাকে কেন্দ্র করে মানুষ থেকে লক্ষ লক্ষ আত্মসাৎ করছে। মোঃ মহসীন একই গ্রামের মোঃ জালাল উদ্দিন মুন্সীর নিকট হইতে ৫৮,৮০০০০ (আটান্ন লক্ষ আশি হাজার টাকা) ইট কিনার জন্য গ্রহন করে। (চলবে)