আজ সারাদেশে আনন্দ শোভাযাত্রা

SHARE

bhasonওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ নভেম্বর :  সরকার ইউনেস্কো কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি যথাযথ মর্যাদায় সারা দেশে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সারাদেশে ‘আনন্দ শোভাযাত্রা’ করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শুক্রবার পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে শনিবার এ উদযাপনের সিদ্ধান্তের কথা জানান।

রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নাম্বারে আজ বেলা ১২টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হবে।

এরপর বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের সেই ঐতিহাসিক স্থান সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে একটি আনন্দ মিছিল বের হবে বঙ্গবন্ধু ভবন থেকে।

বিশিষ্ট রাজনীতিক, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিক ব্যক্তিবর্গ, ক্রিড়াবীদ, এনজিও কর্মী, স্কাউট, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সকল পর্যায়ের মানুষ এতে অংশগ্রহণ করবেন।

আজকের আনন্দ শোভাযাত্রার রুটম্যাপ দেখে নগরবাসীকে চলাচলের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ।

রাজধানীর পাশাপাশি সারা দেশে সরকারি চাকুরেরা আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করবেন।

প্রধান অতিথি হিসেবে আজ বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের সমবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের পর বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল ৫টায় মনজ্ঞ লেজার শোর আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি উদযাপনের জন্য র‌্যাব, পুলিশ, আনসার ও ভিডিপিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্কাবস্থায় থাকবে।

এদিকে সকল জেলা ও উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

সকল জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর কার্যালয় এই অনুষ্ঠান তদারকির করবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

গত ৩০ অক্টোবর ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।