মানিকগঞ্জে উপজেলা শিবির সেক্রেটারিসহ আটক ৪

SHARE

213নাশকতার পরিকল্পনার অভিযোগে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘিওর উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আল মামুনসহ বিএনপির চার কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া, সিংগাইরের বিএনপি কর্মী ওয়াসিম ও শিবালয়ের ছাত্রদল কর্মী মো. ছাদ্দাম হোসেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে জানিয়ে জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জাগো নিউজকে বলেন, দুপুরে তাদের আদালতে তোলা হবে।