মোলভীবাজার-৩ আসনের উপনির্বাচনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুধু সৈয়দা সায়রা মহসিনের মনোনয়নপত্র বেধ ঘোষণা করা হয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তিনি। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার মো. ইস্তাফিজুল হক এ খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।