ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ || মাঘ ১৭ ১৪৩২ :
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরীর কাছাকাছি এলাকায় তাজা গুলির মহড়া চালানো ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে টানা দুই দিন এ মহড়া চলবে। খবর আল জাজিরার।
মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ মোতায়েনের পরই এই মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে এ পদক্ষেপকে উসকানিমূলক এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর পাল্টা চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, তেহরানের ঘোষণার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা সতর্ক করে বলেছে, ইরান যদি ঝুঁকিপূর্ণ কোনো মহড়া চালায়, যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না। ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড হিসেবে মার্কিন বাহিনী তাদের যুদ্ধজাহাজ ও রণতরীর খুব কাছ দিয়ে যুদ্ধবিমান বা ড্রোন উড়ানো এবং নৌবাহিনীর স্পিডবোট নিয়ে এগিয়ে আসার বিষয়টি উল্লেখ করেছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার অজুহাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে অভিযোগ এনেছে তেহরান।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, দ্রুত চুক্তিতে না এলে সামরিক হামলা চালানো হবে। জবাবে ইরান জানিয়েছে, তাদের ওপর ছোট বা বড় যেকোনো হামলার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেয়া হবে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ বা স্থগিত করুক এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা কমাক। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো আলোচনায় যাবে না।



