(ভিডিও)জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার সেই ৩ আসামি গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,ময়মনসিংহ প্রতিনিধি,শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২ :

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নায়মুল হাসান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা থানার মধ্য তারাটি গ্রামের হযরত আলীর ছেলে আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

 

অধিনায়ক নয়মুল হাসান বলেন, তারাকান্দা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। গত ২৩ জানুয়ারি র‌্যাব তাদের গ্রেপ্তার করে। এরপর থেকে তারা কারাগারে ছিলেন। গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের অসাবধানতায় তারা পালিয়ে যান। বিষয়টি র‌্যাবের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ২৭ জানুয়ারি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে জামিননামা ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘‘জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তির ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’’

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি 
বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ

_______________________________________

তিনি আরো বলেন, ‘‘হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। মূলত এটা দায়িত্বরত কর্মকর্তার ভুল। ভালোভাবে হাজিরা পরোয়ানা পত্রটি পড়লে এ ঘটনা ঘটতো না। ইতোমধ্যে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছেন। তদন্তে আরো কারো দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’