ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাইবান্ধা প্রতিনিধি,শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ || মাঘ ১৬ ১৪৩২ :
গাইবান্ধা-৫ (সাঘাটা) আসনে নির্বাচনী প্রচারণার মধ্যেই একাধিক ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত তিন দিনে তার কর্মীদের ১৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি একাধিক কর্মী আহত হয়েছেন।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় নিশাদের কর্মী নুরুজ্জামান সরদারের বাড়িতে ঢুকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর আগে একই দিন সন্ধ্যায় ভন্নতের বাজারে নিশাদের কর্মী আবু শাহী ও অন্যরা প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তাদের মারধরের পর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুটি পৃথক হামলায় আরও ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ সরাসরি বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী ও সমর্থকদের অভিযোগের আঙ্গুল দিয়ে বলেছেন, তার প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই তার সমর্থকদের লক্ষ্য করে হামলা, ভীতি প্রদর্শন ও যানবাহন ধ্বংসের ঘটনা ঘটাচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো প্রতিকার বা সুরক্ষা দেওয়া হয়নি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেছেন, আগের হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং নতুন ঘটনার তদন্ত চলছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী শান্তি বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত ও দুষ্কৃতীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
নির্বাচন কমিশনের গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে সহিংসতার লিখিত অভিযোগ পেলে তা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল পর্যায়ে নজরদারি জোরদার করা হচ্ছে।



