https://www.facebook.com/share/v/184mW8RRqZ/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মুন্সিগঞ্জের শ্রীনগর প্রতিনিধি, শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ || মাঘ ৯ ১৪৩২ :
মুন্সিগঞ্জের শ্রীনগরে বীরতারা বাজারের দুইটি রেডিমেড পোশাকের দোকান থেকে প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটের ক্লুলেস মামলায় ঘটনার সঙ্গে জড়িত ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজিব বেপারী, মো. সুজন, হাবিব ওরফে জসিম ও জাহিদ হোসেন ওরফে পারভেজ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ ও ঢাকা থেকে পৃথক স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তারকরা হয়। এদিন রাতে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর ভোর রাতে মুখোশ পরিহিত ৬ জনের একটি ডাকাতদল ভুয়া নম্বরধারী একটি পিকআপ নিয়ে শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে গিয়ে প্রথমেই দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর এবং হাত, মুখ ও চোখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এরপর ডাকাতদল বাজারের মায়ের দোয়া বস্ত্রালয় ও আব্দুল্লাহ ফ্যাশন হাউজ নামের কাপড়ের দোকানের শাটার ভেঙে দোকানে থাকা গজ কাপড়, থান কাপড়, শাড়ি, লুঙ্গি, থ্রী-পিচ, বিছানার চাদর, গামছা, শীতের জ্যাকেট, গেঞ্জি ও অন্যান্য রেডিমেট কাপড় এবং নগদ টাকাসহ সর্বমোট ৬ লাখ টাকার মালামাল লুট করে পিকআপ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় গত ২২ নভেম্বর নীলচাঁন বাদী হয়ে শ্রীনগর থানার মামলা করেন।
এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীনগর থানা পুলিশের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজিব বেপারী ও মো. সুজন নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের নাম, ঠিকানা সংগ্রহ, ব্যবহৃত গাড়ি আটক করা হয়।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ
_______________________________________
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঢাকার পোস্তগোলা হাফেজনগর এলাকার রানী শেখের বিল্ডিংয়ের নিচ তলায়, অপর আসামি মো. জাহিদ হোসেন ওরফে পারভেজের কাপড়ের দোকান থেকে লুন্ঠিত অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়েছে। এরপর হাবিব ওরফে জসিম নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জে ক্লুলেস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, মালামাল উদ্ধার


