(ভিডিও)জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,চট্টগ্রামের সীতাকুণ্ড প্রতিনিধি,বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২ :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুইদিন পর মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম মামলা দয়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বুধবার রাতে র‍্যাবের পক্ষ থেকে মামলাটি দায়ের দায়ের করা হয়। এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. ইয়াসিনকে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ, ইউনুস ও আরিফ। পুলিশ জানায়, তাদের মধ্যে দুজন এজাহারভুক্ত  এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।

মামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা বলেন, ‍“তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

 

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত র‍্যাবের উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া।