ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার ১২ জানুয়ারি ২০২৬ || পৌষ ২৮ ১৪৩২ :
প্রকাশ্যে অস্ত্র হাতে দিব্যি ঘুরে বেড়ান। রাত-বিরাতে উদ্ভট সব ড্রেসে বাইক চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন পুরো এলাকা জুড়ে। শুধু তাই নয় তার রয়েছে ১০-১৫ জনের একটি গ্যাং, যারা তার কথামতই উঠে বসে। আবার নিজের ইন্সটাগ্রাম আইডির বায়োতেও নিজের নামের পাশে যোগ করেছেন লেডি ডন। ভারতীয় এই স্বঘোষিত লেডি ডনের নাম জিকরা। সম্প্রতি এক হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই আলোচনায় মাফিয়া স্টাইলে চলা এই লেডি ডন।
Advertisement
Advertisement
লেডি ডন জিকরা প্রকাশ্যে অস্ত্র হাতে ভিডিও বানাতো আর সেসব ছাড়তো সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় সে। সম্প্রতি হোলি উৎসবের সময়ও তার বন্দুক হাতে নাচার একটি ভিডিও ভাইরাল হয়। এসব ভিডিওর কারণে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং এর জন্য জেলেও থাকতে হয় জিকরাকে। জেল থেকে জামিনে মুক্তি পেয়েই এবার ঘটালেন এই হত্যাকান্ডের ঘটনা।
Advertisement
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গ্যাংস্টার হাশিম বাবার সাথে প্রেমের সম্পর্ক ছিলো এই লেডি ডনের। হাশিম বাবার স্ত্রী জয়ার দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন তিনি। জয়াই এই লেডি ডনের অর্থ ও অস্ত্রের যোগানদাতা বলেও জানা যায়।



