ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,দিনাজপুরে প্রতিনিধি, মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬ || পৌষ ২২ ১৪৩২ :
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আক্তারুজ্জামান মিয়ার কাছে পুলিশ বুথ নির্মাণের জন্য ডোনেশন দাবি করেছে প্রতারকরা। ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে তারা ২ লাখ টাকা দাবি করে। এর মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পরে সন্দেহ হলে ভুক্তভোগীর পক্ষে চিরিরবন্দর থানায় মামলা করা হয়। পরে ডিবির বিশেষ টিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. জুনাইদ খন্দকার (২৪) ও মো. হিমেল (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করে। এ সময় ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও নগদ ১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা জব্দ করা হয়।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
জিজ্ঞাসাবাদে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।
Advertisement
এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি সোনারগাঁও বাজার
জেলা- নারায়নগঞ্জ
__________________________________________________
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।



