(ভিডিও)জাসাস নেতাকে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,গাজীপুরের শ্রীপুর  প্রতিনিধি, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২ :

গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা ফরিদ সরকাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আবু তাহের ওরফে ‘তারা ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদের  পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

 

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে র‍্যাবের সহায়তায় গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে, একই মামলায় মো. টিটু (৪৫) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হলো।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড পুলিশের হাতে এসেছে, যা তদন্তে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

 

শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা ইনস্পেক্টর মতিউর রহমান বলেন, ‍“ফরিদ সরকারকে কুপিয়ে হত্যার বিষয়ে আবু তাহেরের প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পেছনের প্রকৃত কারণ আরো স্পষ্ট হবে।”

 

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্ব বিরোধ কিংবা পরিকল্পিত কোনো ষড়যন্ত্র থেকেই এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, চাঞ্চল্যকর এই মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।

Advertisement

 

গত ২৪ ডিসেম্বর রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই ফারুক হোসেন শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আবু তাহের ওরফে ‘তারা ডাকাত