ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয় প্রতিনিধি, শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ || পৌষ ৫ ১৪৩২ :
জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করলেও তাঁর রেখে যাওয়া মিশন থেমে থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাদির পরিবর্তে তাঁর বোন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের ‘জুলাই চত্বরে’ আয়োজিত এক বিশাল ছাত্র-জনতার সমাবেশ থেকে এই ঘোষণা আসে।
সরেজমিনে দেখা যায়, হাদির অকাল মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হন।
নারী, শিশু ও বৃদ্ধসহ অনেকেই পরিবার নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে দুটি জোরালো দাবি জানানো হয়: ১. শাহবাগের এই ঐতিহাসিক চত্বরকে আনুষ্ঠানিকভাবে ‘শহীদ শরিফ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করা। ২. হাদির গড়ে তোলা ‘ইনকিলাব কালচারাল সেন্টার’-কে সরকারি পৃষ্ঠপোষকতায় জাতীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা।সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর বলেন,হাদি দেশের মানুষের অধিকার ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। হাদিদের মৃত্যু নেই। তিনি তথাকথিত সুশীলদের সমালোচনা করে বলেন, কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় যারা চুপ ছিল, তাদের ‘সুশীলগিরি’ বাংলাদেশে আর চলবে না।

Advertisement

হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর শাহাদাতের পর ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাদির আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে তাঁর বোন নির্বাচনী ময়দানে অবতীর্ণ হবেন।যাত্রাবাড়ী থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন, “হাদির মতো দেশপ্রেমিককে হারিয়ে আমরা বাকরুদ্ধ, কিন্তু তাঁর রক্ত আমাদের আরও সাহসী করেছে।” উল্লেখ্য, আজ সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর থেকেই শাহবাগ এলাকায় উত্তজনা ও শোকাবহ পরিবেশ বিরাজ করছে।




