(ভিডিও)পল্লবীতে যুবদল নেতা হত্যায় একজন গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),আইন আদালত   প্রতিনিধি, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩২ :

ঢাকার পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা)

 

সোমবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান।

Advertisement

তিনি বলেন, “আমরা ২৪-২৫ বছর বয়সের জনি নামে এক যুবককে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছি।”

ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে তাকে গ্রেপ্তারের কথা তুলে ধরে পুলিশের এ কর্মকর্তা বলেন, “হত্যাকাণ্ডের যে ভিডিও প্রকাশ পেয়েছে, তার মধ্যে ওই যুবক আছে কিনা তা যাচাই করা হচ্ছে।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

পুলিশ বলছে, গ্রেপ্তার যুবকের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

যুবদল নেতা কিবরিয়া যুবদলের পল্লবী থানার সদস্য সচিব ছিলেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পড়া তিন ব্যক্তি ঢুকে তাকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়।

রাত ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(আসামী জনি)