https://www.facebook.com/share/v/1ASufDmQ7U/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বগুড়ার শাজাহানপুর প্রতিনিধি, সোমবার ১৭ নভেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ২ ১৪৩২ :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইজিবাইক চালক মোফাজ্জল হোসেনকে (৫২) গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ মোট পাঁচটি অটো, হত্যায় ব্যবহৃত সুইজ গিয়ার বার্মিজ চাকু, রশি ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শাজাহানপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, পিপিএম।
পুলিশ জানায়, ৪ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন মোফাজ্জল হোসেন। পরদিন সকালে শাজাহানপুর উপজেলার তুতবাগানের প্রাচীর সংলগ্ন স্থান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোফাজ্জল হোসেন ৭নং খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন। প্রতিদিনের মতো ৪ নভেম্বর সন্ধ্যায় তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ৫ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে তুতবাগানের প্রাচীর সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫


এ ঘটনার পরপরই তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের লুণ্ঠিত বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বাসিন্দা মো. সোহেল রানার কাছ থেকে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, মোবাইলটি তিনি ৬০০ টাকায় কিনেছেন ছোট সজিবের কাছ থেকে। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বড় সজিব (২১) ও ছোট সজিবকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ
ছোট সজিবের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি সুইজ গিয়ার বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা থ্রি–কোয়ার্টার প্যান্ট। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বড় সজিবকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে লুণ্ঠিত ইজিবাইকসহ মোট পাঁচটি অটো ও ১৫টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, এটি একটি পরিকল্পিত ছিনতাই চক্র। ইজিবাইক ছিনতাই করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ জন্যই মোফাজ্জল হোসেনকে সুইজ গিয়ার বার্মিজ চাকু দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্তরা পেশাদার অপরাধী। তাদের সহযোগী পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামি এবং মোবাইল ক্রেতা সোহেল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। ঘটনার পর নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন।



