
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),গাজীপুরের কোনাবাড়ি প্রতিনিধি,শনিবার , ১৫ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭ :
গাজীপুরের কোনাবাড়ির বাইমালে ঘরের ভেতরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
Advertisement
শনিবার (১৫ নভেম্বর) ভোরে নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে তাদের উদ্ধার করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথমে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে স্বামীর পালস আছে। তাই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তার অবস্থাও আশংকাজনক।’
গুরুতর আহত এমরান (৪০) এবং নিহত তার স্ত্রীর নাম রহিমা (৩৫)।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এমরান ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। দাম্পত্য জীবনে তাদের শারমিন নামে ১৬ বছরের এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে একতা ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটের মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে রহিমার মরদেহ উদ্ধার করে এবং এমরানকে হাসপাতালে পাঠায়।
Advertisement

এ ঘটনায় কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



