ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মুন্সীগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ || কার্তিক ২৯ ১৪৩২ :
মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানা উন্মোচিত হয়েছে। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
Advertisement
(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা)
সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দল স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউনঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের খবর পেয়ে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় গোডাউন থেকে ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং একটি লেদ মেশিনসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আসন্ন নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে ওই স্থানে অস্ত্র তৈরির কাজ চলছিল। সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত অস্ত্রের সরবরাহও ওই স্থান থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত সরঞ্জামসমূহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে। চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Advertisement

এদিকে, সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল বিশেষ করে চর ডুমুরিয়া, চুর সোলার চর ও নয়াকান্দি এলাকায় স্থানীয় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণে দুইজন নিহতের ঘটনায় অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা উন্মোচিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।



