(ভিডিও)গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),গাজীপুর প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২ :

গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমাসহ দুই ছাত্রলীগ নেতা ও এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা)

বুধবার (১২ নভেম্বর) রাতে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘আটক তিনজনকে থানায় নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ‘বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক ও তৎপর রয়েছে।’