মেঘনায় ঘুষের অভিযোগে বিতর্কিত কর্মচারীর বদলি নিয়ে ক্ষোভ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা থেকে, বুধবার   ১২ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৮ ১৪৩২ :

ঘুষ নিয়ে দরকষাকষির অভিযোগে বিতর্কে জড়ানো এক সরকারি কর্মচারীকে কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি দেওয়া হচ্ছে বলে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। এমন খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Advertisement

(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা)

সূত্র জানায়, তিতাস উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. কামাল হোসেন সম্প্রতি ঘুষ লেনদেনের দরকষাকষি সংক্রান্ত ঘটনায় আলোচনায় আসেন। রবিবার (৯ নভেম্বর) দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, মোহনা টেলিভিশন, তার ঘুষ সংক্রান্ত দরকষাকষির একটি ভিডিও সংবাদ প্রচার করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয়রা বলেন, মেঘনা কোনো ঘুষখোরের আশ্রয়স্থল নয়। এখানে দায়িত্ব পালনের জন্য যেসব কর্মকর্তা বা কর্মচারী আসবেন, তাঁদের অবশ্যই সৎ ও ক্লিন ইমেজের হতে হবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন এলাকায় অনিয়ম বা দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অনেক সময় শাস্তিস্বরূপ মেঘনায় বদলি করা হয়। এটি আমাদের জন্য অপমানজনক এবং মেঘনার সৎ প্রশাসনিক পরিবেশের জন্য হুমকি। আমরা চাই, মেঘনায় এমন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হোক, যারা সততা, ন্যায়পরায়ণতা ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন।
এদিকে বিতর্কিত ওই কর্মচারীকে মেঘনা উপজেলায় বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়াও প্রশাসনে শুদ্ধি অভিযান চলাকালে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দায়িত্বে আনা মেঘনার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত যেন মো. কামাল হোসেনকে মেঘনা উপজেলায় পদায়ন না করা হয়।

Advertisement

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, “আমি এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তবে আপনি যেহেতু বিষয়টি আমাকে জানিয়েছেন, খোঁজ নিয়ে দেখবো।”