ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজধানী প্রতিনিধি, মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭ :
পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫০) নামে এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। শীর্ষ সন্ত্রাসী মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি বলেন, ‘নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।
Advertisement
দ্রুত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।’
জানা গেছে, নিহত সাঈদ চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। সোমবার (১০ নভেম্বর) তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন একটি মামলায় হাজিরা দিতে আসেন। হাজিরা দিয়ে ফেরার পথে সকাল ১১টার দিকে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ বলেন, ‘আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না।
তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।’
Advertisement
(এনসিপি থেকে মনোনয়ন নিলেন তাসনিম জারা)
কোতোয়ালি থানার ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘গুলির শব্দ শুনতে পেয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।’