
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজধানী প্রতিনিধি, সোমবার , ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ :
‘আমি হাসপাতালের ফটকের পাশে দাঁড়িয়ে ছিলাম। দেখি, দৌড়ে একটি লোক হাসপাতালের দিকে আসছেন। আর পেছন থেকে দু’জন মোটরসাইকেল থেকে নেমে তাকে এলোপাতাড়ি গুলি করছেন। প্রথম গুলি হাসপাতালের ওপরের দিকে করেন তারা। যা সরাসরি তিনতলার কাচে গিয়ে লাগে। ছয় থেকে সাতটি গুলি করেন তারা। তারপর এক ব্যক্তির বুকের ডান পাশে গুলি করেন। হাতেও গুলি লাগে তার।’
সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে (৫৫) গুলি করে হত্যা করা হয়। আর এ হত্যার ঘটনার বর্ণনা এভাবে জানান প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন। তিনি জানান, পেছন থেকে গুলি করা ওই ব্যক্তিদের মুখে মাস্ক ছিল। তারা দু’জনই লাল-কালো রঙের একটি মোটরসাইকেল থেকে গুলি ছোড়া শুরু করেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে, নিহত সাইফ মামুনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। সেখানকার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে তিনি।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সে একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশে র একটি সূত্র। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ সাইফ মামুন দৌড়ে হাসপাতালের ফটক দিয়ে প্রবেশ করেন। আর পেছন থেকে দু’জন ব্যক্তি বন্দুক হাতে হাসপাতালের গেট থেকে তাকে লক্ষ্য করে গুলি করেন। সাতটি গুলি ছুড়তে দেখা গেছে ফুটেজে। এর মধ্যে তিনটি গুলিই ওই ব্যক্তির শরীরে লেগেছে।
Advertisement
এ ব্যাপারে হাসপাতালের ওয়ার্ডমাস্টার মহিবুল্লাহ জানিয়েছেন, এদিন বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে হাসপাতালের মেন গেটের সামনে সবাই আসলে সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নেয়া হয় তাকে।




