(ভিডিও)সালমান শাহর মৃত্যুর দিন ফ্ল্যাটে কী করছিলেন রুবি সুলতানা?

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিনোদন  প্রতিনিধি, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ৯ ১৪৩২ :

দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। আর এ হত্যা মামলায় ৮ নম্বর আসামি একটি বিউটি পার্লারের স্বত্তাধিকারী রুবি সুলতানা।

Advertisement

অভিযুক্ত রুবি মেফিয়ার বিউটি পার্লারের স্বত্তাধিকারী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর দিন নায়কের ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটে পার্লারের দুই কর্মীকে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।

 

এ প্রসঙ্গে সালমান শাহর মা নীলা চৌধুরী সংবাদমাধ্যমে জানান, নিউ ইস্কাটন রোডে সালমানের বাসার সামনেই মেফিয়ার নামের একটি বিউটি পার্লার ছিল। রুবি ও তার চীনা সাবেক স্বামী এটি পরিচালনা করতেন।

  

সাবেক চীনা স্বামীর সঙ্গে রুবি (ডানে নিচে)। ছবি: সংগৃহীত

 

নীলা চৌধুরী আরও জানান, 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর খবর পেয়ে সে ফ্ল্যাটে ছুটে যান তারা। প্রথমদিকে সামিরার জন্য ফ্ল্যাটে ঢুকতে পারছিলেন না। পরে যখন সবাই ঢোকেন, দেখেন সালমান শাহর নিথর দেহে তেল মালিশ করছেন রুবির পার্লারের ২ কর্মচারী। ওই রুমে তখন সামিরার সাথে রুবিও উপস্থিত ছিলেন।

 

এদিকে কয়েক বছর আগে ফেসবুক লাইভে বিউটিশিয়ান রুবি প্রকাশ্যে স্বীকারক্তি দেন, তিনি সালমান শাহর প্রতিবেশি। ২০১৭ সালের ওই ভিডিওতে রুবি দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
রুবির বর্ণনায়, ঘটনার রাতে মাফিয়া ডনের জন্য দরজা খুলে দেন রুবি। শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইও সামিল হন এই হত্যাকাণ্ডে। সালমান শাহকে সামিরা ও তার পরিবার হত্যা করেছে বলে দাবি করেন রুবি। তিনি আরও দাবি করেন, তার ছোট ভাই রুমিকে দিয়ে সালমান শাহ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরপর তাকেও মেরে ফেলা হয়েছে।
 
রুবি ওই ভিডিওতে অনুরোধ করে বলেন, 

আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। যেকোনো সময় আমাকে মেরে ফেলা হতে পারে। আমি শুধু এটুকু বলতে চাই, সালমান শাহ আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি প্রমাণ করতে পারবো এটি আত্মহত্যা নয় খুন।

 

 
গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।
 

Advertisement

 
সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও  রিজভী আহমেদ ফরহাদ।
২০১৭ সালে সালমান হত্যা নিয়ে ভিডিও বার্তায় কথা বলছেন রুবি। ছবি: সংগৃহীত