ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ জানুয়ারি : দাউদকান্দিতে প্রশাসনের নির্দেশ অমান্য করে গতকাল রাতে একটি বাল্যবিয়ে সম্পন্ন হয়! ২৪ জানুয়ারি রাতে উপজেলার কানড়া দুর্গাপুর গ্রামে প্রশাসনের নির্দেশকে অমান্য করে এই বিয়ে সম্পন্ন করে বর ও কনের অভিভাবকগণ। যা নিয়ে ওই এলাকায় রীতিমত হইচই পড়ে গেছে। সবাই এখন বলাবলি করছি, যারা প্রশাসনের নির্দেশকে অমান্য করে বাল্যবিয়ে সম্পন্ন করলো তাদের খুঁিটর জোর কোথায়? তাহলে কি অপরাধের কাছে প্রশাসন অসহায়?
জানা যায়, গত ২০ জানুয়ারি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের দুবাই প্রবাসী নজরুল ইসলাম ও গৃহিণী মোসাঃ মমতাজ বেগমের কন্যা বারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় হতে সদ্য জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সোনিয়া আক্তার (১৩)-এর সঙ্গে মতলব উত্তর কুমারখোলা গ্রামের ইলিয়াছ প্রধান ও লুৎফা ইলিয়াছের পূত্র শাকিল মিয়া (৩৫)-এর বিয়ের দিন ধার্য্য হয়। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা এই বিয়ে বন্ধ করে দেন। শুধু তাই নয়, প্রাপ্ত বয়স (১৮) না হওয়ার আগ পর্যন্ত কনের বিয়ে দেবেন না এই মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকাও আদায় করেন প্রশাসন।
কিন্তু এই অঙ্গিকার নামা দেওয়ার চার দিন পরেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এ বাল্যবিয়েটি সম্পন্ন করে বর-কনের অভিভাবকগণ।
এব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা বলেন,‘যারা প্রশাসনের নির্দেশ অমান্য করে এই বিয়ে সম্পাদন করেছেন তাদের বিরুদ্ধে আমরা জরুরিভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো’। তিনি আরো বলেন,‘আমরা কনের ভূয়া জন্মসনদ ও কাজী অফিসে প্রদত্ত বর-কনের অভিভাবকদের অঙ্গিকার নামা হাতে পেয়েছি। তারা প্রতারণার আশ্রয় নিয়ে এই বাল্যবিয়েকে রেজিঃ করেছেন এবং বিয়ে পড়িছেন। যা বরাবরই দ-নীয় অপরাধ’।


