ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),ফরিদপুর প্রতিনিধি, সোমবার ০৬ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২১ ১৪৩২ :
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে শমসের মোল্লা (৬০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত শমসের মোল্লা রাজবাড়ী জেলার বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল। শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এতে শমসের পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেন।
Advertisement
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।