ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),সিলেটের কোম্পানীগঞ্জ প্রতিনিধি, রোববার ০৫ অক্টোবর ২০২৫ || আশ্বিন ২০ ১৪৩২ :
সাদাপাথর ও বালু লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
Advertisement
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলফু উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘‘গ্রেপ্তার হওয়া আলফু চেয়ারম্যানকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’’ কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’’
Advertisement
পুলিশ জানায়, আলফু মিয়ার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ও পরে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। এ সব মামলা সত্ত্বেও আলফু মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসেবে দাপটে চলাচল করতেন।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
আলফু মিয়া রাজনৈতিক পটপরিবর্তনের আগে একচেটিয়াভাবে বালু ও পাথরের অবৈধ উত্তোলন নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের পর বিএনপির একটি অংশকে নিয়ে নতুন চক্র ভোলাগঞ্জে সক্রিয় হয়ে ওঠে।