বুয়েটের সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

SHARE

সাবেকুন নাহার সনি। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ((ভিডিও),বুয়েট প্রতিনিধি, শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ৪ ১৪৩২ :

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দীন টগরকে (৫০) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের এক বার্তায় এ  তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, “২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দীন টগরকে রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকা হতে একটি রিভলভার ও ১৫৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।”

এ বিষয়ে শুক্রবার র‍্যাবের তরফে ব্রিফিং করে সংবাদমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।

২০০২ সালের ৮ জুন বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিকৌশল বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি।

 

Advertisement

বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন তিনি।

দীর্ঘ আন্দোলনের পর আসামিদের বিরুদ্ধে মামলা হয়। বিচারে নিম্ন আদালতে মুকি, টগর ও নুরুল ইসলাম সাগরের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।

২০০৬ সালের ১০ মার্চ হাই কোর্ট তাদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেয় হাই কোর্ট।

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

মুকি পরে পালিয়ে যান অস্ট্রেলিয়ায়। সাগরও পলাতক রয়েছেন। টগর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনি কবে, কীভাবে ছাড়া পেলেন, সে বিষয়ে র‌্যাবের তরফে বিস্তারিত জানানো হয়নি।