ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৪ ১৪৩২ :
স্বামী, সন্তান সংসার নিয়ে ব্যস্ত অভিনেত্রী শার্লিন ফারজানা। প্রায় ছয় বছর তাকে কোনো কাজে দেখা যায়নি। সম্প্রতি অভিনয়ে ফিরেছেন। কাজ করছেন নাটক, বিজ্ঞাপনে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা ‘জীবন আমার বোন’ এ। শার্লিন নিজেকে প্রস্তুত করছেন বাণিজ্যিক সিনেমার জন্য। এজন্য নাকি অডিশনও দিচ্ছেন তিনি।
Advertisement
শার্লিন ফারজানা একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ ভালো আইটেম গান পেলে ‘পারফর্ম করবো। বরবাদ সিনেমার ‘চাঁদমামা’ গানটায় নুসরাতের পারফর্ম দারুণ লেগেছে। আমার যদি ফিগার ঠিক থাকে, আর মানিয়ে নিতে পারি, তাহলে কেন নয়।’’
এই যে দীর্ঘ ৬ বছর অভিনয় থেকে দূরে ছিলেন শার্লিন, এই সময়টা তাকে কেমন অনুভূতি দিয়েছে, তাও জানিয়েছেন সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘‘কাজ থেকে দূরে থাকতে খুব আরাম লাগে কিন্তু একটা শূন্যতাও আছে। মনে হয়, আমি যে মাধ্যমটায় কাজ করেছি, যেখানে আমার অবস্থান ছিল, সেটা যেন নেই।’’
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
শার্লিন জানিয়েছেন, কাজ আর পরিবারের মধ্যে ব্যালান্স করা শিখে গেছেন তিনি।
শার্লিন ফারজানা