(ভিডিও) বিএনপির জনসভায় অপু বিশ্বাস, ‘আমি বগুড়ার মেয়ে’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৫ ||  ভাদ্র ২২ ১৪৩২ :

একসময় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এবার দেখা গেল বিএনপি আয়োজিত অনুষ্ঠানে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান এই অভিনেত্রী।

Advertisement

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মাঠে।

 

পুলিশের প্রটোকলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখেন অপু বিশ্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করে এই নায়িকা বলেন, “সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলব বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি, আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।”

 

অনুষ্ঠান আয়োজক রিপন হোসেনকে সমর্থন করার আহ্বান জানিয় অপু বিশ্বাস বলেন, “আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ি এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড় ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইব, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া-পাওয়ার মূল্য দিতে চান, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারেন না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি চাইব, তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।”

Advertisement

আবশ্যক

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

অপু বিশ্বাস ছাড়াও এ অনুষ্ঠানে যোগ দেন চিত্রনায়ক নিরব। রিপন হোসেনের পাশে থাকার আহ্বান জানিয়ে এই নায়ক বলেন, “আমি সিনেমার মানুষ। সিনেমা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কিন্তু এখানে এসেছি আপনার এলাকায় রিপন ভাইয়ের আমন্ত্রণে। শুধু এতটুকুই বলব, আপনারা রিপন ভাইয়ের পাশে থাকবেন, আমার বিশ্বাস উনি আপনাদের সঙ্গেই থাকবেন।”

বিএনপির জনসভায় অপু বিশ্বাস

 

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস।