ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার ১৩ জুন ২০২৫ || জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২ :
ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে শুক্রবার পাল্টা এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
Advertisement

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, ইরান ‘প্রায় ১০০টি ড্রোন ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছুড়েছে।’
এই ড্রোনগুলো প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন ডিফ্রিন।
বৃহস্পতিবার গভীর রাতে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের শস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়া ইরানের শীর্ষ দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির এক সহযোগী এই হামলায় গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, এই হামলাগুলো ‘ইসরায়েলের অস্তিত্বের জন্য ইরানের হুমকিকে প্রতিহত করার লক্ষ্যে সুনির্দিষ্ট সামরিক অভিযান’ ছিল।
Advertisement

ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল উভয়কেই এই হামলার জন্য ‘চড়া মূল্য’ দিতে হবে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আমেরিকা এই হামলায় জড়িত ছিল না এবং কোনো সহায়তা প্রদান করেনি।

ছবি: সংগৃহীত

