ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের ফতুল্লা প্রতিনিধি,শনিবার ৩১ মে ২০২৫ || জ্যৈষ্ঠ ১৭ ১৪৩২ :
শুক্রবার (২৩ মে) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১-এর সদর দপ্তরে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
Advertisement

এর আগে বৃহস্পতিবার (২২ মে) সিদ্ধিরগঞ্জের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হালিম বরগুনা সদরের তবক এলাকার আলতাফ চৌকিদারের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর ফতুল্লার সস্তাপুর গাবতলার মোড় এলাকায় ব্যবসায়ী রেজাউল করিমের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার নেতৃত্ব দেন ডাকাত দলের সর্দার হালিম। সেসময় ভুক্তভোগী ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।
Advertisement

প্রাথমিক জিজ্ঞেসাবাদে ওই অপরাধী ফতুল্লায় গঠিত ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের ৭ জনের একটি সংঘবদ্ধ দল ওই ঘটনা সংঘটিত করে।



