আব্দুস সাত্তারের মেয়েসহ অপর দু’টি মেয়ে অনৈতিক কাজ করতেন,এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বাবার উপর দোষ চাপায়। (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),দৈনিক নয়া দিগন্তর সৌজন্যে প্রতিনিধি,শনিবার   ১০ মে ২০২৫ ||  বৈশাখ ২৭ ১৪৩২ :

বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরের কাঁঠালবাগান মহল্লায় এই ঘটনা ঘটে।

Advertisement

ঢাকার সাভারে এক মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ করেছে।

আজ বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরের কাঁঠালবাগান মহল্লায় এই ঘটনা ঘটে।

নিহত মো: আব্দুস সাত্তার (৫৬) নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। তার হত্যাকারী মেয়ের নাম জান্নাত জাহান শিফা (২৩) বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, গত পাঁচ মাস ধরে আব্দুস সাত্তার ও তার মেয়ে শিফা সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ধসে পড়া রানা প্লাজার পিছনে একটি বহুতল ভবনের পঞ্চম তলায় ভাড়া থাকতেন। গেল বুধবার রাতে শিফা তার বাবাকে ভাতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। ঘুমিয়ে পড়ার পর ভোর ৪টার দিকে শিফা ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে। পরে সে নিজেই জরুরী সেবা নম্বরে ৯৯৯-এ কল করে পুলিশকে ঘটনার বিষয়টি জানায় এবং আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সাত্তারের লাশ উদ্ধার করে এবং শিফাকে আটক করে।

Advertisement

আব্দুস সাত্তারের মেয়ে জান্নাত জাহান শিফা গণমাধ্যমকে বলেন- ‘আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।’

ঘাতক জান্নাত আরো বলেন, ‘বুধবার দিবাগত রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ওষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত খাওয়ালে আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে তিনি ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করেন।

মজিদপুর মহল্লা সূত্রে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বহুতল ভবনের পঞ্চম তলায় আব্দুস সাত্তার তার মেয়ে জান্নাত জাহান শিফাসহ আরো দু’টি মেয়ে সাবলেট বসবাস করতেন। আব্দুস সাত্তার ডাইনিং রুমে, তার মেয়ে এক রুমে এবং অপর দু’টি মেয়ে আরেকটি রুমে ভাড়া নিয়ে বসবাস করতেন। আব্দুস সাত্তারের মেয়েসহ অপর দু’টি মেয়ে অনৈতিক কাজ করতেন। আর তিনি (আব্দুস সাত্তার) তাদের সেই অনৈতিক কাজের বাধা দিতে গেলে বাবাকে মেয়ে হত্যা করে।

সাভার মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) ভিবা নয়া দিগন্তকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Advertisement

ঢাকার সাভারে এক মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে আত্মসমর্পণ করেছে।

হত্যকারী জান্নাত জাহান শিফা আব্দুস সাত্তারের মেয়ে