ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ দাবি, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বরিশাল প্রতিনিধি,শুক্রবার   ০৯ মে ২০২৫ ||  বৈশাখ ২৬ ১৪৩২ :

বরিশালে উপজেলা ছাত্রলীগ নেতাকে আটকে রেখে মুক্তিপণের ছয় লাখ টাকা আদায়কালে বিএনপির তিন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর চকবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

 

এ সময় অপহরণের শিকার মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা শাকিলকে উদ্ধার করে পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই হাফিজুর রহমান শামিম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

Advertisement

গ্রেফতাররা হলেন- বরিশাল নগরীর বাজার রোড এলাকার জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ আরিফুর রহমানের ছেলে সাইফুল ইসলাম সুজন ও নয়ন তালুকদারের ছেলে সোলায়মান সুমন। তারা সবাই বরিশাল মহানগরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

Advertisement

পুলিশ ইন্সপেক্টর সগির বলেন, শাকিলকে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। ঘটনার সময় গ্রেফতার ব্যক্তিরা ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে আসে। তখন হাতেনাতে তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে অপহরণের শিকার শাকিলকে উদ্ধার করা হয়।

ছাত্রলীগ নেতাকে আটকে মুক্তিপণ দাবি, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার