আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা যুব অধিকারের, পুলিশের বাধা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজনীতি প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫ ||  বৈশাখ ২৫ ১৪৩২ :

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন যুব অধিকার পরিষদের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন তাঁরা। সচিবালয়ের পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

Advertisement

বিক্ষোভে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ সংগঠনের শীর্ষ নেতারা ছিলেন।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ রাতের আঁধারে দেশ ছেড়ে গেলেন—এটা দেশের জনগণের সঙ্গে ধোঁকা। আমরা জানতে চাই, তাঁকে কীভাবে বিদেশে যেতে দেওয়া হলো?’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে মিছিল নিয়ে যুব অধিকার। ছবি: আজকের পত্রিকা।

সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৩টা ৫ মিনিটে আবদুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেন। রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর শ্যালক অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান।

Advertisement

এ ঘটনায় যুব অধিকার পরিষদ জানিয়েছে, তাঁরা দেশের জনগণের জবাবদিহি নিশ্চিত করতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।