২০ বছরেও জ্ঞান ফেরেনি যে সৌদি যুবরাজের! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),সৌদি আরব প্রতিনিধি, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ ||  বৈশাখ ১৮ ১৪৩২ :

একবছর নয় দুবছর নয় টানা ২০টি বছর ধরে ঘুমিয়ে রয়েছে এক সৌদি রাজকুমার। এই সৌদি প্রিন্সের নাম আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। তিনি  ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজকুমার নামেই পুরো বিশ্বে পরিচিত। সম্প্রতি তার ৩৬তম জন্মদিনও পালিত হয়েছে ঘুমন্ত অবস্থাতেই।

Advertisement

২০০৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ২০ বছর ধরে কোমায় এই যুবরাজ। লন্ডনের একটি সামরিক কলেজে অধ্যায়নরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে মস্তিষ্কে তীব্র রক্তক্ষরণ হয় তার। এরপর থেকেই কোমায় চলে যান প্রিন্স।

এরপর থেকে তার চিকিৎসা করতে থাকেন যুক্তরাষ্ট্র ও স্পেনের খ্যাতনামা সব ডাক্তাররা। কিন্তু হাজারও প্রচেষ্টা সত্ত্বেও এখনো তাঁর জ্ঞান ফেরানো যায়নি। তবে ২০১৯ সালে যুবরাজ একবার সামন্য নাড়াচড়া করে আশার আলো সঞ্চার করেছিলেন সকলের মনে। এই বুঝি জাগবে এবার ঘুম ভেঙ্গে। তবে না তা আর হয়নি। দেখতে দেখতে ২০ টি বছর অতিবাহিত হলেও তার সেই ঘুম আর ভাঙ্গেনি।

Advertisement

বর্তমানে আল–ওয়ালিদ চিকিৎসাধীন আছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে। সম্প্রতি যুবরাজ আল-ওয়ালিদের ফুপু প্রিন্সেস রিমা বিনতে তালাল তার এক্স একাউন্টে শেয়ার করেছেন ভাস্তের ছোটবেলা ও বর্তমান সময়ের বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় আল-ওয়ালিদ, ২১ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছ। আল্লাহ তোমার আরোগ্য দিন, তিনিই জানেন তোমার দুর্বলতা। তিনি আকাশ ও পৃথিবীর মালিক।’

এদিকে যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনো তাঁর আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘যদি আল্লাহ চাইতেন তার মৃত্যু হোক, তবে দুর্ঘটনার সময়ই সে মারা যেত। যে আল্লাহ তার প্রাণকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছেন, তিনিই তাকে সুস্থ করে তুলতে পারেন।’

Advertisement

তবে যুবরাজের চিকিৎসকেরা মনে করছেন, এত দীর্ঘ সময় কোমায় থাকার পর সেরে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও অনেকে আশা করেন, ভবিষ্যতের কোনো চিকিৎসাপদ্ধতি হয়তো যুবরাজের এই ঘুম ভাঙাতে পারবে।