ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আবু ইউসুফের সৌজন্যে , বুধবার ৩০ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১৭ ১৪৩২ :
শেরপুরের শ্রীবরদী উপজেলার নয়া গাটা গ্রামে একটি কৃষি জমিতে বাঘের দেখা পাওয়ার খবর স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যার দিকে কৃষকরা জমিতে কাজ করার সময় বাঘের উপস্থিতি লক্ষ্য করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাঘটি সম্ভবত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জঙ্গল থেকে এলাকায় প্রবেশ করেছে, কারণ শ্রীবরদী উপজেলার উত্তরে মেঘালয়ের সঙ্গে ১০ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে।
বন বিভাগের শ্রীবরদী ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা জানিয়েছেন, বাঘের পায়ের ছাপ ও অন্যান্য চিহ্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি প্রাপ্তবয়স্ক বাঘ।
Advertisement
বাঘটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিতে ফাঁদ স্থাপন ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার জন্য গ্রামে মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং রাতে একা জমিতে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী জানান, বন বিভাগ ও পুলিশের সমন্বয়ে বাঘটির গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকতে হবে। এ ঘটনায় কোনো মানুষ বা গবাদিপশুর ক্ষতির খবর পাওয়া যায়নি।
Advertisement
শ্রীবরদী উপজেলার অর্থনীতি মূলত কৃষিনির্ভর, এবং এলাকাটি ধান, পাট ও সবজি চাষের জন্য পরিচিত। বাঘের উপস্থিতি কৃষকদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগবে না।
ছবি: সংগৃহীত