ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) থেকে, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ || বৈশাখ ১১ ১৪৩২ :
বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
Advertisement
বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের উদ্দেশে এই সতর্কতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে যারা ৩০ দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন, তাঁদের বিল দ্রুত পরিশোধ করার অনুরোধ জানানো হচ্ছে। বলা হয়েছে, অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করুন। অন্যথায় পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে গ্রাহকদের ভোগান্তি বাড়বে উল্লেখ করে পোস্টটিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য একাধিক ডিজিটাল ও সরাসরি মাধ্যম রয়েছে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ, ইসলামী ব্যাংক ও অন্যান্য মোবাইল ব্যাংকিং, ব্যাংক এবং সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধের সুযোগ।
Advertisement
কর্তৃপক্ষ জানায়, বকেয়া বিল দ্রুত পরিশোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করুন।
স্থানীয় এক বাসিন্দা ফেসবুক পোস্টের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ৯০ দিন হতে এখন ৩০ দিনে নামছে।
তাঁর এই মন্তব্যে পরিষ্কারভাবে অসন্তোষ ও হতাশার সুর ফুটে ওঠে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল পরিশোধে কিছুটা সময়সীমা পেলে মানুষ কিছুটা স্বস্তি পেত, এমন প্রত্যাশার বিপরীতে এই হঠাৎ সিদ্ধান্ত যে ভোগান্তি ডেকে আনবে, তা-ই যেন ইঙ্গিত করেন তিনি।
Advertisement
উল্লেখ্য, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতাভুক্ত বিভিন্ন এলাকার গ্রাহকগণ প্রায়ই সময়মতো বিল পরিশোধ না করায় কর্তৃপক্ষকে বকেয়া আদায়ের জন্য নানামুখী পদক্ষেপ নিতে হয়।