ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভারতের পশ্চিমবঙ্গ প্রতিনিধি,রোববার ২০ এপ্রিল ২০২৫ || বৈশাখ ৭ ১৪৩২ :
ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ‘পলাতকরা’ কীভাবে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছেন? কীভাবে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড সব কিছুই এক নিমিষে তৈরি হয়ে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হাতে পেলো এক বিস্ময়কর জালিয়াতির জাল।
Advertisement

আটক এজেন্ট: আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেন আজাদহিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, কলকাতায় একসাথে সাতটি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় আজাদ মল্লিককে। তার কাছ থেকে উদ্ধার হয় ১৩ লাখ ৪৫ হাজার টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং বিপুল ভুয়া নথিপত্র।
ব্যাংকে কোটি টাকা, মালিকানা প্রতিষ্ঠান, হুন্ডি ব্যবসা—সবকিছু ছিল চালুআজাদের নামে ‘মল্লিক ট্রেডিং করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠান ছিল, যার আড়ালে চলতো হুন্ডি ও মানি লন্ডারিং। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে ইডি।
Advertisement

পরিবার এখনো বাংলাদেশে, নিয়মিত সীমান্ত পাড়ি দিতেন আজাদআজাদের স্ত্রী মাইমুনা আখতার এবং দুই পুত্র ওসামামিন আজাদ ও ওমর ফারুক এখনো বাংলাদেশে বসবাস করছেন। পরিবারকে দেখতে নিয়মিত সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে যেতেন আজাদ, তবে কেউ বুঝতেই পারতেন না তার অন্য পরিচয়।
বিশ্লেষণ: ‘আইটি বিপ্লবের’ ছায়ায় রাজনৈতিক আশ্রয় খেলা?আওয়ামী লীগের কিছু নেতাকর্মী যেভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নাগরিকত্বের ছদ্মবেশ নিচ্ছেন, তা শুধু আইন লঙ্ঘনের প্রশ্ন নয়—ভারতের জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি।
Advertisement

এই ঘটনার পর পশ্চিমবঙ্গ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা একপ্রকার ‘অতিষ্ঠ’ বলেই জানিয়েছেন অভ্যন্তরীণ সূত্র।
রাজনীতি, নাগরিকতা আর দুর্নীতি মিলে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর ত্রিভুজ—যার নাম আজাদ মল্লিক!



