ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজশাহী প্রতিনিধি,শনিবার ১৯ এপ্রিল ২০২৫ || বৈশাখ ৬ ১৪৩২ :
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ও তার আরেক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগরীর তলাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এর মধ্যে, নান্টু মিয়া মামলার প্রধান আর খোকন মিয়া তিন নম্বর আসামি।
র্যাব-৫ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘‘শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’
Advertisement
এর আগে, গত বুধবার মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা আকরাম আলীকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্বজনেরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বোয়ালিয়া থানায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা নান্টু মিয়া (২৮),খোকন মিয়া (২৮)