হাতকড়া পরে সংবাদ সম্মেলনে নিশো

SHARE

সংবাদ সম্মেলনে সিনেমার শুটিং এর দৃশ্য নিয়ে আফরান নিশো

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১ :

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন। অভিষেক সিনেমার পর দুই বছরের বিরতি নেন। ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন এই তারকা।

Advertisement

 

ঈদের সিনেমা নিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হাতকড়া পরে হাজির হন এই নায়ক। তার সঙ্গে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূলত, ‘দাগি’ সিনেমার প্রচারের অংশ হিসেবে কয়েদির বেশে হাতকড়া পরে সাংবাদিকদের সামনে হাজির হন নিশো।

Advertisement

এর আগে প্রকাশিত হয় ‘দাগি’ সিনেমার টিজার। তাতে উঠে আসে নিশোর জেল জীবন অর্থাৎ ‘দাগি’ আসামির প্রতিচ্ছবি। ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে অভিনেতাকে পাওয়া যায় তিনটি ভিন্ন লুকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম নিশান।

Advertisement

এসভিএফ ও আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ এই অভিনেতা ও নির্মাতার দ্বিতীয় সিনেমা এটি। এতে আরো অভিনয় করেছেন— চিত্রনায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।