শেখ মুজিবের জন্য দোয়া চাওয়া উপসচিব নমিতা দে ওএসডি

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১ :

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে। মঙ্গলবার (২৫ মার্চ) ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয় তার এই চিঠিটি। বিষয়টি নিয়ে রাইজিংবিডিডটকম ও কয়েকটি গণমাধ্যমে নিউজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে ওএসডি করা হয়েছে। যিনি টাইপ করেছেন সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে।

Advertisement

 

গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মসজিদগুলোতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।

সিটি কর্পোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’’

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের বলেন, ‘‘ভুলবশত গতবারের চিঠি কপি-পেস্ট করতে গিয়ে টাইপিং মিসটেক হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে ভুল ধরার পর তা সংশোধন করা হয়।’’

 

আপনি এর দায় এড়াতে পারেন কি-না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘না দায় এড়ানোর সুযোগ নেই। পরে সংশোধন করে দিয়েছি।’’

 

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত। বিগত সরকারের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পূর্বের আওয়ামী সমর্থিত মেয়রদের সঙ্গে তার ঘনিষ্ঠ  সম্পর্ক  ছিল। গত ৫ আগস্টের পর তাকে বদলী করা হলেও অদৃশ্য কারণে সেই বদলী কার্যকর হয়নি। বরং তাকে  আরো গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে কে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্ত তিনি সেই পদে যোগ না দিয়ে গাজীপুর সিটি করপোরেশনেরই থেকে যান।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দে কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দে কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

উপসচিব নমিতা দে