মাদক সেবন দেখে ফেলায় নয়, পরকীয়ার জেরে উপড়ে ফেলা হয় দুই চোখ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যশোর প্রতিনিধি,শুক্রবার   ০৭ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২২ ১৪৩১ :

মাদক সেবন দেখে ফেলায় নয়, পরকীয়ার জেরে শহিদুল ইসলামের (৬০) দুই চোখ উপড়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যশোরের পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

Advertisement

 

এর আগে, গত রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, পরকীয়ার জেরে তিনি শহিদুলের চোখ উপড়ে ফেলেছেন। শহিদুল-সাদ্দাম সম্পর্কে খালু-ভাগ্নে।

সংবাদ সম্মেলনে নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘‘ট্রাকচালক সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে তার খালু শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। প্রায় দুই মাস আগে সাদ্দাম তার প্রথম স্ত্রীকে তালাক দেন।

Advertisement

সেই সময় খালুর সঙ্গে পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার তালাকপ্রাপ্ত স্ত্রী। এতে ক্ষিপ্ত হন তিনি।

পুলিশ সুপার আরো বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে বকচর করম তেল পাম্পের সামনে শহিদুল ইসলামকে একা পেয়ে দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন সাদ্দাম। এ ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি দল অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

 

এর আগে আহতের স্ত্রী হাসনা বেগম অভিযোগ করেছিলেন, মাদক সেবন দেখে ফেলায় শহিদুলের দুই চোখ উপড়ে ফেলেছেন তার বোনের ছেলে সাদ্দাম।