ডিবি পরিচয়ে ডাকাতি, স্বর্ণাংকারসহ নগদ টাকা লুট (ভিডিও)

SHARE

https://www.facebook.com/share/v/1EKGmPMgce/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত  প্রতিনিধি,শনিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ২ ১৪৩১ :

মধ্যরাতে অস্ত্র হাতে ডিবি পুলিশ পরিচয়ে পাবনা পৌর এলাকার দিলালপুর পাথরতলা মহল্লায় ব্যবসায়ী জাকির হোসেনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে এই ডাকাতি সংগঠিত হয়। ডাকাতদল নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

Advertisement

 

ভুক্তভোগী ইলেকট্রনিক ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “মধ্যরাতে বাসার প্রধান গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেন তারা। প্রথম ফ্লাটের নিচতলার ভাড়াটিয়ার বাসায় ঢোকে। এরপরে দ্বিতীয় তলায় আমার ফ্লাটে আসে। প্রশাসনের পরিচয় দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে অস্ত্র ঠেকিয়ে বাড়িতে টাকা-পয়সা, সোনা-দানা যা আছে বের করে দিতে বলে। যেহেতু পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না- আলমারির চাবির বিষয়টি আমার জানা ছিল না। তারা প্রতিটি রুমে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বার্ণাংকার নিয়ে গেছে। বাসার তৃতীয় ও সবার উপরে চতুর্থ তলাতে সাবেক ডেপুটি স্পিকারের পরিবার বসবাস করতেন। আমরা এই বাড়ির ভাড়াটিয়া।”

জাকির হোসেন আরো বলেন, “তারা যাওয়ার সময় বেশ মানবতা দেখিয়ে গেছেন। হাতকড়া খুলে বেশ প্রশংসা করে বললেন, যা তোকে ছেড়ে দিলাম থানায় নিলাম না।”

Advertisement

তিনি বলেন, “সকালে পুলিশকে জানিয়েছি তারা এসেছেন তদন্ত করছেন। এলাকার প্রতিবেশিদের গেটে গেটে তালা দেয়া ছিল। কেউ যে বের হবেন তার উপায় ছিল না। প্রশাসন তদন্ত করে দেখবেন এবং দ্রুতই ডাকাত চক্রকে মালামাল সহ গ্রেপ্তার করবেন এটাই আমাদের চাওয়া।”

 

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “এই ধরনের ঘটনা সত্যই অপ্রত্যাশিত। প্রশাসনের নাম ভাঙিয়ে চুরি বা ডাকাতি করা এটা আমরা হতে দিতে পারি না। ঘটনার শোনার সাথে প্রশাসনের সকল দপ্তর মাঠে কাজ করছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।”

ডাকাতদল নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।