ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫ || মাঘ ২৪ ১৪৩১ :
ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে শেখ হাসিনার অনলাইনে দেয়া ভাষণের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় বিক্ষুব্ধ হাজারো মানুষ। স্বৈরাচারবিরোধী স্লোগান দিতে দিতে তারা বাড়িতে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এসময় বুলডোজার দিয়ে ভেঙে আগুন দেয়া হয়। তবে এ ঘটনা নিয়ে মন্তব্য করেছে ভারত।
রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটিকে ঐতিহাসিক উল্লেখ করে এটি ভাঙচুরের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই কাজকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে ভারত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানায়।
ভাঙচুরের বিষয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। এটি দুঃখজনক।’
Advertisement
তিনি আরও বলেন, বাঙালি পরিচয় ও গর্বকে লালনকারী স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করেন, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও জয়সওয়ালের মন্তব্য প্রকাশ করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় বিক্ষুব্ধ হাজারো মানুষ।