বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো আমির হোসেন আমু ও হাসানাত আব্দুল্লাহর বাড়ি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), বরিশাল প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও  সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।

Advertisement

 

বুধবার রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে ভবন দুটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে, তার আগে বুলডোজার ও মিছিল নিয়ে আমির হোসেন আমুর বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে শহরের কালীবাড়ি রোডে আবুল হাসানাত আব্দুল্লাহর বাসভবনের সামনে অবস্থান নেয় সেনা সদস্যের একটি দল। রাত ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের বাধা দেন। কিন্তু এরপর পরিস্থিতির অবনতি ঘটে। বিক্ষুব্ধরা সেনা ব‍্যারিকেড ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

Advertisement

 

এরপর রাত দুইটার দিকে নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসে ছাত্র-জনতা। পরে তারা সেখানেও ভাঙচুর চালায়। অনেকটা বিনা বাধায় আমর হোসেন আমুর বাসভবন ভেঙে ফেলে শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য আমির হোসেন আমুর বাড়ি ঝালকাঠি পৌর শহরে হলেও তিনি বরিশালের এই ভবনে থাকতেন। এখানে বসেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

Advertisement

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘‘ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে।’’