ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি , মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ || কার্তিক ২৮ ১৪৩১ :
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করতে সবাই চাইলেও ভিন্ন সুর অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির মুখে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সে কথা আবারও জানান দেন অভিনেত্রী।
Advertisement

শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলের বলরুমে বসেছিলো ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’। অ্যাওয়ার্ডের তৃতীয় এই আসরে উপস্থিত ছিলেন শোবিজ দুনিয়ার এক ঝাঁক তারকা। অংশ নিয়েছিলেন দীঘিও।
Advertisement


অনুষ্ঠানে ঢালিউড সেরা অভিনেত্রী না হতে পারলেও আক্ষেপ ছিল না দীঘির। বরং তিনি জানান, তিনটি ন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে তার ঘরে। সামনে আরও ভালো কাজ হবে এমনটাই আশা তার।
Advertisement

অনুষ্ঠানে নিজের সমালোচনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংবাদিকদের দীঘি বলেন, ‘নতুন যখন মিডিয়ায় কাজ শুরু করি তখন সমালোচনা নিতে পারতাম না। এখন আমি বুঝি, যে তারকা নিয়ে আলোচনা হয়, সে তারকাকে নিয়েই সমালোচনা থাকবে। তাই এ বিষয়টা আমি কখনও গায়ে লাগাই না।’
https://youtu.be/kIf-3f8I2Qs?si=h69bmF3ARh0b7GTC


