প্রথমবারের মত অনুষ্ঠিতব্য আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গেছেন তিন টাইগার খেলোয়াড় সাকিব-তামিম-মুশফিক। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
পিএসএলে একই দলে খেলবেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক ও অলরাউন্ডার সাকিব। প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরির সাকিব ও সিলভার ক্যাটাগরির মুশফিককে কিনেছিল করাচি কিংস।
অন্যদিকে গোল্ড ক্যাটাগরি থেকে তামিমকে কিনেছিল পেশোয়ার জালমি। শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ড্যারেন স্যামিরা হচ্ছেন তামিমের সতীর্থ। এদিকে ইনজুরিজনিত কারণে পিএসএলে খেলা হচ্ছে না বাংলাদেশের তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমানের।
পিএসএলের সূচী :
| তারিখ | সময় (বাংলাদেশ স্থানীয় সময়) | দল (বোল্ড করা ম্যাচগুলোতে মাঠে নামবেন বাংলাদেশি ক্রিকেটাররা) |
| ৪ ফেব্রুয়ারি | রাত ১০টা | ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যডিয়েটরস |
| ৫ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | করাচি কিংস ও লাহোর কালান্দার্স |
| রাত ১০টা | পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড | |
| ৬ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | কোয়েটা গ্ল্যডিয়েটরস ও করাচি কিংস |
| রাত ১০টা | লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি | |
| ৭ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস |
| রাত ১০টা | কোয়েটা গ্ল্যডিয়েটরস ও পেশোয়ার জালমি | |
| ৮ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | – |
| রাত ১০টা | লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যডিয়েটরস | |
| ১০ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | – |
| রাত ১০টা | ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স | |
| ১১ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | করাচি কিংস ও পেশোয়ার জালমি |
| রাত ১০টা | কোয়েটা গ্ল্যডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেড | |
| ১২ফেব্রুয়ারি | বিকেল ৫টা | করাচি কিংস ও লাহোর কালান্দার্স |
| রাত ১০টা | পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড | |
| ১৩ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | করাচি কিংস ও কোয়েটা গ্ল্যডিয়েটরস |
| রাত ১০টা | লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি | |
| ১৪ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস |
| রাত ১০টা | কোয়েটা গ্ল্যডিয়েটরস ও পেশোয়ার জালমি | |
| ১৬ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | – |
| রাত ১০টা | লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যডিয়েটরস | |
| ১৭ ফেব্রুয়ারি | বিকেল ৫টা | করাচি কিংস ও পেশোয়ার জালমি |
| রাত ১০টা | ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স |


